Workshop With Articled Student of CA Firm

বিভিন্ন চাটার্ড একাউন্টেটস্ কোম্পানীর Articled Student-দের নিয়ে ভিন্ন ভিন্ন তারিখে “How Software Add Value in Managing Business Operations” বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। 
.
ওয়ার্কশপে সম্প্রতি বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অব রেভেনিউ (এনবিআর) কর্তৃক অনুমোদিত ও তালিকাভুক্ত Troyee VAT Management Software-এর বৈশিষ্ঠ্যাবলী ও কার্যবিস্তৃতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। একটি উৎপাদন প্রতিষ্ঠানের নমূনা ডাটা এন্ট্রি ও সংশ্লিষ্ট রিপোর্ট প্রদর্শনের মাধ্যমে ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার কার্যকারিতা ওয়ার্কশপে তুলে ধরা হয়।
.
ওয়ার্কশপটি পরিচালনা করেন বেষ্ট বিজনেস বন্ড লিমিটেড-এর চেয়ারম্যান জনাব তপন কুমার পাল। প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন ব্যবহারিক ও কারিগরী প্রশ্নের উত্তর দেন বেষ্ট বিজনেস বন্ড লিমিটেড-এর ব্যবস্থপনা পরিচালক জনাব উত্তম কুমার পাল। 
.
সবশেষে, ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মধ্যে Certificate of Participation প্রদান করা হয়।
.
ওয়ার্কশপটির আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ত্রয়ী সফটওয়্যার বিপণন ও বিক্রয় সহযোগী প্রতিষ্ঠান জাগরী টেকনোলজীস।

যে সব চাটার্ড একাউন্টেটস্ কোম্পানীর Articled Student-দেরকে নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় তন্মধ্যে নিম্নোক্ত ফার্ম গুলো উল্লখেযোগ্যঃ

  • Ashraf Uddin & Co. -11 Student – 02.5.2019
  • M.J. Abedin & Co.-43 Student – 04.5.2019
  • Mahfel Huq & Co.-54 Student – 11.5.2019
  • Haque Shah Alam Mansur & Co. ও Nabi & Co. -13 Student – 04.5.2019
  • Hussain & Co.-09 Student – 02.5.2019
  • M M Rahman & Co. -15 Student – 18.5.2019
  • Biswas Nirmal  & Co. -15 Student – 18.5.2019