একাউন্টিং-ইনভেন্টরী সফটওয়্যারের কেস-স্টাডি নির্ভর ফ্রি কর্মশালা
কেবলমাত্র নিার্দষ্ট কোন একাউন্টিং-ইনভেন্টরী সফটওয়্যারের ব্যবহার পদ্ধতি শেখায় আমরা বিশ্বাস করি না। কারণ, ঐ সফটওয়্যারটি কোন ভাবেই বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করার জন্য একমাত্র সফটওয়্যার হতে পারে না। উল্লেখযোগ্য সংখ্যক স্ট্যান্ডার্ড প্যাকেজ সফটওয়্যার ও কাস্টমাইজড সফটওয়্যার রয়েছে যেগুলো বিভিন্ন ট্রেডিং, নন-ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং অথবা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও, বেশ কিছু বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ইআরপি সফটওয়্যার ব্যবহার করে।
তাই, আমরা বিশ্বাস করি- সফটওয়্যারে ব্যবসা ব্যবস্থাপনা করার কৌশল শেখা যা দিয়ে একাউন্টস, ইনভেন্টরী, সেলস-পারচেজ, এলসি ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, প্রোডাকশন, কস্টিং, এইচআর ম্যাজেমেন্ট ইত্যাদি সব সফটওয়্যারে ব্যবস্থাপনা করা যায়।
বিষয়টা অনেকটা গাড়ী ড্রাইভ করার কৌশল শেখার মতো- যা শেখার পর যে কোন ধরণের গাড়ী ড্রাইভ করার আত্নবিশ্বাস নিজের মধ্যে তৈরী হয়। আর, সময়ের সাথে সাথে তৈরী হবে দক্ষতা!
কর্মশালা থেকে প্রত্যাশা কি?
কর্মশালায় অংশ গ্রহণকারীরা বুঝতে পারবেন-
সব ধরণের সফটওয়্যারই ব্যবসা পরিচালনা করার নিয়ম অনুসরণ করেই তৈরী করা হয়। এক সফটওয়্যার থেকে অন্য সফটওয়্যারের পার্থক্য হয়-
– ইন্টারফেস
– ফিচারের সংখ্যা
– ব্যবহার পদ্ধতি
– রিপোর্ট পদ্ধতি
কর্মশালার বিষয়বস্তু এমন বাস্তব সম্মতভাবে করা হয়েছে যা জ্ঞান সমৃদ্ধ করবে, কম্পিউটারাইজড ব্যবসা ব্যবস্থাপনার জগতে প্রবেশের সহজ পথ উন্মুক্ত করে দিবে এবং নিজের দক্ষতা বৃদ্ধি ও আত্নবিশ্বাসকে শক্তিশালী করবে যেন সব কাজ সুন্দরভাবে পরিচালনা করা যায়।
সংক্ষেপে, কর্মশালায় অংশ গ্রহণকারীরা –
– ম্যানুয়েল ম্যান-পাওয়ার’-এর পরিবর্তে আইটি-এনাবলড ম্যান-পাওয়ার-এর প্রয়োজন উপলব্দি করতে পারবেন
– কম্পিউটারাইজড বিজনেজ অপারেশনস্ পদ্ধতি বুঝার আত্নবিশ্বাস ও সক্ষমতা অর্জন করবেন
– প্রত্যেকে নিজের উৎপাদনশীলতা, আয় এবং মান-সম্মত জীবনের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন।
কর্মশালায় অংশ গ্রহণকারীরা একটা আত্নবিশ্বাস নিয়ে কর্মশালা প্রাঙ্গন প্রস্থান করবেন এবং এই আত্নবিশ্বাস-ই তাদের নিজেদের সক্ষমতায় বর্ধিত উৎপাদনশীলতার জন্য যাদুর মতো কাজ করবে।
কেস-স্টাডি নির্ভর একাউন্টিং-ইনভেন্টরী সফটওয়্যারের সক্ষমতা দেখতে ফ্রি কর্মশালায় অংশ গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন। তারিখ এবং সময় টেলিফোনে আলোচনা করে নির্ধারণ করা হবে।
বিস্তারিত জানতে কল করুনঃ +8801711149237
স্থানঃ আহমেদ ম্যানশন, ৪৬/কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫।
(কাওরান বাজার ওয়াসা/সিএ ভবনের বিপরীতে এবং হোটেল সুপার স্টার-এর পাশে)।